
আর.কে.বাপ্পা, দেবহাটা :
দেবহাটা উপজেলার ৫নং দেবহাটা সদর ইউপির আঃলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের সমর্থনে এক নির্বাচনী পথসভা শুক্রবার বিকাল ৫ টায় টাউনশ্রীপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আঃলীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুনুসর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার শিক্ষক ইয়াছিন আলী, উপজেলা আঃলীগের সহ-সভাপতি দিলীপ কুমার দাশ, উপজেলা আঃলীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা আঃলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাৎ নফর বিশ্বাস, ব্যবসায়ী বাবলু বিশ্বাস, ইউনিয়ন আঃলীগের সভাপতি আবুল কাশেম প্রমুখ। সভায় প্রধান অতিথি আঃলীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহবান জানিয়ে বলেন, সকল ভেদাভেদ ভুলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে উন্নয়নের যাত্রাকে অব্যাহত রাখতে হবে। তিনি আঃলীগের সকর নেতাকর্মীকে নৌকা প্রতিকের পক্ষে থেকে কাজ করার আহবান জানিয়ে বলেন, যারা আঃলীগ করে নৌকা প্রতিকের বিরোধীতা করছে তাদেরকে ছাড় দেয়া হবেনা। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনার বিকল্প নেই, আর সেজন্য আঃলীগের সকল প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে দেশকে বিশ্বের কাছে উন্নত দেশ হিসেবে পরিচিত করতে এবং এলাকার উন্নয়নকে এগিয়ে নিতে হবে। এসময় আঃলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।