
আর.কে.বাপ্পা দেবহাটা ঃ দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন ভ্রাম্যমান আদালত পরিচালনায় ২ জনকে সাজা প্রদান করা হয়েছে। সাজা প্রাপ্তরা হলো দেবহাটা উপজেলার মাঝ পারুলিয়া গ্রামের মৃত শাহজাহান আলী খাঁন ছেলে আকবর আলী খাঁ (৫০) ও একই উপজেলার মাঝ পারুলিয়া পারুলিয়া গ্রামের মৃত গোলাম বারী সরদারের ছেলে আজিজ হাসান (৫৫)। মঙ্গলবার দুপুরে দেবহাটা থানার এএসআই রোকনুজ্জামান আসামীদেরকে মাঝ পারুলিয়া গ্রাম থেকে জুয়া খেলার অপরাধে গ্রেফতার করেন। পরে ইউএনও আসামীদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের ২ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।