
আর.কে.বাপ্পা, দেবহাটা ঃ
আগামী ২২ মার্চ ইউপি নির্বাচন উপলক্ষ্যে দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচন সুষ্টু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনে দায়িত্ব পালনকারী সকল কর্মকর্তাদের প্রশিক্ষন সোমবার সকাল ১১ টায় দেবহাটা হাইস্কুলে অনুষ্ঠিত হয়েছে। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন, দেবহাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা (অঃ দাঃ) আহমেদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু দাউদ, আশাশুনি উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা আব্দুস সামাদ সহ দায়িত্ব পালনকারী সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।