
আর.কে.বাপ্পা, দেবহাটা ঃ
দেবহাটার সখিপুর ইউনিয়নের ইউপি সদস্য নির্মল কুমার মন্ডলের উপরে হামলার প্রতিবাদে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা বাবুর আলী গাজী। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ইসমাঈল গাজী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গোলাম রসুল গাজী, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, মরহুম জলিল গাজীর ছেলে মনিরুজ্জামান মনু, মুক্তিযোদ্ধার সন্তান শহিদুল্লাহ গাজী, জসিম গাজী, বিশিষ্ট ব্যবসায়ী অজয় চত্রবর্তী জগো, মোহাম্মাদ আলী মোহন, রাজুল্লাহ গাজী, হিম গাজী, আঃলীগের ওয়ার্ড সভাপতি অরবিন্দু মন্ডল, আব্দুল মাজেদ, দীন আলী গাজী, অহিদুল ইসলাম, শাহজাহান গাজী, নুর ইসলাম, ভনু গাজী, রেজাউল করিম, রিপন হোসেন, সেলিম হোসেন, লাল বাবু প্রমুখ। ইউপি সদস্য নির্মল মন্ডল জানান, তিনি নির্বাচনী গনসংযোগ শেষ করে রাতে ফেরার পথে কামটা মোকজুল দোকানের সামনে আসলে অপর প্রার্থী ফরহাদ হোসেনের নেতৃত্বে সন্ত্রাসীরা তার উপর ও তার কর্মীদের উপর অতর্কিত হামলা করে। এতে তিনি সহ তার কয়েক কর্মী আহত হয়। এতে আহত হয়ে তার কর্মী রফিক হাসপাতালে ভর্তি হয়। তিনি এঘটনা উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান। সভাটি পরিচালনা করেন শিক্ষক জয়ন্ত মন্ডল।