দেবহাটায় ইটভাটা থেকে ২ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা আদায়


375 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
দেবহাটায় ইটভাটা থেকে ২ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা আদায়
এপ্রিল ৬, ২০১৬ দেবহাটা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

আর.কে.বাপ্পা, দেবহাটা ঃ
দেবহাটায় ইউএনওর ভ্রাম্যমান আদালত পরিচালনায় ২ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা আদায় হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন উপজেলার ৫টি ইট ভাটায় অভিযান পরিচালনা করে নগদ জরিমানা আদায়পূর্বক রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করেন। ইট ভাটায় কাট পোড়ানো সহ বিভিন্ন অনিয়মের কারনে এই জরিমানা আদায় করা হয়। ইটভাটাগুলো হলো পারুলিয়া নিউ সরদার ব্রীকস, এম আর ব্রীকস, জাহিদ ব্রীকস ও রাফসান ব্রীকসের নিকট থেকে মোট ২ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার বেঞ্চ অফিসার শ্যামাপ্রসাদ মিস্ত্রি জানান। এসময় ইউএনওর সাথে দেবহাটা থানার এসআই আহসান হাবিব সহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।