
আর.কে.বাপ্পা, দেবহাটা :
দেবহাটায় ইভটিজিংয়ের অপরাধে ২ জনকে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করা হয়েছে।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বুধবার দুপুর ১ টার দিকে এই সাজা প্রদান করেন।
সাজা প্রাপ্তরা হলো দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের জুলফিকার আলী মৃধার ছেলে সবুজ হোসেন (২০) ও একই গ্রামের আহাদ আলী গাজীর ছেলে সজীব হোসেন (১৮)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজকে ৩ মাস এবং সজীবকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এর আগে দেবহাটা থানার এসআই আলী রেজা উক্ত আসামীদেরকে বুধবার সকাল ১০ টার দিকে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে ইভটিজিং করার অভিযোগে তাদেরকে গ্রেফতার করেন।