
আর.কে.বাপ্পা, দেবহাটা ঃ
দেবহাটায় সারাদেশের ন্যায় অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার কেন্দ্রগুলো দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন মঙ্গলবার পরিদর্শন করেছেন। জানা গেছে, এবছর উপজেলার ৩টি কলেজের পরীক্ষার্থীদের মধ্যে সখিপুর কেবিএ কলেজে ও সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজে এইচএসসি এবং দেবহাটা কলেজে এইচএসসি (বিএম) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এবছর সকাল ও বিকাল দুই শিপ্টে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে সখিপুর কেবিএ কলেজে ৩৫২ জন, সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজে ৫৭৬ জন এবং দেবহাটা কলেজে বিএম পরীক্ষায় মোট পরীক্ষার্থী আছে ২৯৪ জন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ জানান, অত্যন্ত শান্তিপূর্ন ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ পর্যন্ত কোন কেন্দ্রে কোন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়নি বা কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া য়ায়নি।