
আর.কে.বাপ্পা, দেবহাটা : দেবহাটায় ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো এক কিশোরীর বাল্য বিবাহ। রক্ষা পেল ঐ কিশোরীর ভবিষ্যৎ জীবন। আর সাজা প্রদান করা হলো বিয়ে করতে আসা বরকে। উপজেলা নির্বাহী কর্মকর্তার বেঞ্চ অফিসার শ্যামা প্রসাম মিস্ত্রি জানান, কুলিয়া ইউনিয়নের ভেন্নাপোতা গ্রামের খোদাবক্স গাজীর মেয়ে কিশোরী হাফিজা খাতুনের সাথে একই উপজেলার গাজীরহাট শিমুলবাড়িয়া গ্রামের শেখ আবু বক্কর সিদ্দিকের ছেলে শেখ আতিকুর রহমানের বিয়ে ঠিক করা হয়।
বুধবার দুপুরে বিয়ের সময়ে সংবাদ পেয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে শেখ আতিকুর রহমানকে দঃ বিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এসময় দেবহাটা থানার এ.এস.আই গোলাম ছরোয়ার সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।