দেবহাটায় এলজিইডির নারী কর্মীদের সঞ্চয়ের অর্থের চেক ও সনদ প্রদান


479 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
দেবহাটায় এলজিইডির নারী কর্মীদের সঞ্চয়ের অর্থের চেক ও সনদ প্রদান
মার্চ ৩০, ২০১৬ দেবহাটা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

আর.কে.বাপ্পা, দেবহাটা :
দেবহাটা উপজেলা এলজিইডি অফিসের আয়োজনে আরইআরএমপি-২ শীর্ষক প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ১ম পর্যায়ে সমাপ্তকৃত এলসিএস নারী কর্মীদের সঞ্চয়ের অর্থের চেক ও সনদপত্র প্রদান উপলক্ষ্যে বুধবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ মাহমুদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশ্রাফুল হক, দেবহাটা কৃষি ব্যাংক ব্যবস্থাপক আলহাজ্ব কামরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাইল হোসেন, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা অসিত বরন রায়, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, নারী কর্মী জেসমিন পারভিন প্রমুখ। বক্তারা নারীদেরকে কর্মের মাধ্যমে নিজের ভাগ্যের পরিবর্তনের সাথে সাথে পরিবারেরও ভাগ্যের পরিবর্তন করার আহবান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন এলজিইডি অফিসের সিও গোলাম মোস্তফা।