দেবহাটায় ওপেন হাউজডে অনুষ্ঠিত


449 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
দেবহাটায় ওপেন হাউজডে অনুষ্ঠিত
ফেব্রুয়ারি ১৮, ২০১৬ দেবহাটা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

আর.কে.বাপ্পা, দেবহাটা :
সাতক্ষীরার এডিশনাল এসপি মীর মোদাছছের হোসেন বলেছেন, জনগনের জানমাল ও শান্তিশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সর্বদা তৎপর। কেউ কোন অপরাধ করলে বা অপরাধীদের কেউ প্রশ্রয় দিলে কাউকেউ ছাড় দেয়া হবেনা। যদি কেউ কোন অপরাধ বা কোন সন্ত্রাসী কর্মকান্ড করে সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তিনি অপরাধী, নাশকতাকারী এবং সন্ত্রাসী কর্মকান্ড থেকে বিরত থেকে শান্তিশৃঙ্খলা রজায় রাখার স্বার্থে কাজ করার আহবান জানান। তিনি বৃহষ্পতিবার বিকাল ৫ টায় দেবহাটা থানার আয়োজনে কুলিয়া আশু মার্কেট চত্বরে ওপেন হাউজডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখাকালে উপরোক্ত কথাগুলো বলেন। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কালীগঞ্জ সার্কেল এএসপি মীর মনির হোসেন, দেবহাটা উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এডঃ গোলাম মোস্তফা ও কমিউনিটি পুলিশিং ফোরাম দেবহাটা উপজেলা শাখার সাধারন সম্পাদক আনোয়ারুল হক। অনুষ্ঠানে এডিশনাল এসপি জনগনের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন। প্রধান অতিথি এসময় জনগনের উদ্দ্যেশ্যে এলাকায় শান্তিশৃঙ্খলা ও মানুষের জানমালের ক্ষতি হয় এসব কর্মকান্ড থেকে সবাইকে বিরত থেকে দেশের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহবান জানান। সন্তাসীদের কোন দল নেই উল্লেখ করে প্রধান অতিথি সবাইকে সতর্ক থেকে দেশের উন্নয়নে কাজ করার আহবান জানান। সভায় থানার কর্মকর্তাবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ, ইউপি সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।