দেবহাটায় খানবাহাদুর আহ্ছান উল্লাহ (রঃ) ১৪২তম জন্ম বার্ষিকী উদযাপন


599 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
দেবহাটায় খানবাহাদুর আহ্ছান উল্লাহ (রঃ) ১৪২তম জন্ম বার্ষিকী উদযাপন
ডিসেম্বর ১৮, ২০১৫ দেবহাটা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

দেবহাটা প্রতিনিধি :
দক্ষিণ বাংলার অবিভাক্ত বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক হজরত খানবাহাদুর আহ্ছান উল্লাহ (রঃ) এর ১৪২তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে রুহের  মাগফেরাত ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  দেবহাটার মাঘরী আহ্ছানিয়া মিশনের আয়োজনে শুক্রবার সকাল ৭টায় ২য় বার্ষিকী পালন করেছে উক্ত মিশন।
অনুষ্ঠানে মাঘরী আহ্ছানিয়া মিশনের সভাপতি একরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাক রওজা শরীফের সম্মানিত খাদেম সাহেব আলহাজ্ব মৌলভী আনছার উদ্দীন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও  সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি অধ্যপক ডাঃ আ ফ ম রুহুল হক (এমপি), কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের যুগ্ন-সাধারণ সম্পাদক সাইদুর রহমান,সহ-সাধারণ সম্পাদক চৌধুরী আমজাদ হোসেন,মালেকুজ্জামান,আনিছুজ্জামান খোকন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান,সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন,মাঘরী মিশনের সহ-সভাপতি আবু ইব্রাহিম খান,আবু তৈয়ব খান,খতিব হাফেজ মাওলানা কামরুজ্জামান,হাফেজ আব্দুস সাত্তার,সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান,প্রধান শিক্ষক জহুরুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সাইফুল্লাহ আল তারিক,উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ,সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু,ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হারুন-অর রশিদ,গোলাম মঈনউদ্দীন,সফিউল ইসলাম মিঠু,নির্মল কুমার মন্ডলসহ বিভিন্ন শাখা মিশনের নের্তৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এসময় বক্তরা খানবাহাদুর আহ্ছানউল্লাহ’র আদর্শে অনুপ্রেনিত হয়ে সৃষ্টিকর্তার ইবাদতের পাশাপাশি সৃষ্টির সেবায় আতœনিয়োগ করার অনুরোধ জানান। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের আলহাজ্ব মাওলানা সামসুল হুদা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাঘরী আহ্ছানিয়া মিশনের সাধারন সম্পাদক মহাসিন আলী হালদার।