
আর.কে.বাপ্পা, দেবহাটা ঃ
দেবহাটা উপজেলার দক্ষিন সখিপুর গ্রামের মৃত পরোশতুল্লা মোড়লের ছেলে আবুল কাশেম তার স্ত্রী ফেরদৌসি বেগম (৩২) নিখোঁজ হওয়ায় দেবহাটা থানায় একটি সাধারন ডাইরী করেছেন। যার নং- ৭৯। আবুল কাশেম তার দায়ের করা থানায় সাধারন ডাইরীতে উল্লেখ করেছেন, তার স্ত্রী গত ২৮/০৩/১৬ ইং তারিখ বিকাল সাড়ে ৫ টার দিকে তার স্ত্রীর পিতার বাড়ি দেবহাটা উপজেলার পুষ্পকাটি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে তিনি জানতে পারেন তার স্ত্রী পিতার বাড়িতে যায়নি। সে তার পিতার বাড়ি বা তার নিজের বাড়িতে না এসে নিখোঁজ হয়। পরে তার আত্মীয় স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করেও তিনি তার স্ত্রীর কোন সন্ধান পাননি। এ ঘটনা উল্লেখ করে তিনি থানায় সাধারন ডাইরীটি দায়ের করেন।
————
দেবহাটার খেজুরবাড়িয়ায় আগামী ১৫ এপ্রিল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে
আর.কে.বাপ্পা, দেবহাটা ঃ
দেবহাটার পারুলিয়া খেজুরবাড়িয়া দক্ষিনপাড়া বটতলা এবং মসজিদ প্রাঙ্গনে আগামী ১৫ এপ্রিল শুক্রবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। খেজুরবাড়িয়া সামাজিক উন্নয়ন ফোরামের সহযোগীতায় খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকদের মাধ্যমে গরীব ও অসহায়দের জন্য ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ও অপারেশন, সাধারন চিকিৎসা সেবা ও সম্ভাব্য ডোনারদের জন্য রক্তের গ্রুপ নির্নয় করা হবে। সামাজিক উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ জানান, ক্যাম্পে আগত সকল প্রকার চক্ষু রোগীকে ব্যবস্থাপত্র ও স্বল্পমূল্যে চোখের পাওয়ার পরীক্ষা করানো, বাছাইকৃত ছানীপড়া রোগীদের ঐদিনই বিনা খরচে অপারেশনের জন্য হাসপাতালের নিজস্ব গাড়িতে বিএনএসবি হাসপাতালে নিয়ে যাওয়া ও সেখানে থাকা খাওয়া ফ্রি ব্যবস্থা, অপারেশন পরবর্তী রোগীদের বিনা খরচে ফেরত আনা সহ যথাপোযুক্ত চিকিৎসা সেবা দেওয়া হবে। আগ্রহী সকল রোগীকে নি¤েœাক্ত ফোন নম্বরে যোগাযোগ করার জন্য সামাজিক উন্নয়ন ফোরামের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। ফোন নম্বরগুলো হলো ঃ আবুল হোসেন মোল্লা (০১৭১২-৫৭৪৩৩৯), সামসদ্দীন গাজী (০১৭১৭-২৪৯৩৮৯), আহমদ (০১৯৩৭-৮৭২৬৯৯), জহিরুল ইসলাম (০১৯২৫-২১৭৭৭৯), আব্দুল্লাহ মাসুদ (০১৯১০-৩২০৪৭৫)।