
আর.কে.বাপ্পা, দেবহাটা ঃ দেবহাটা উপজেলা ভূমি প্রশাসনের আয়োজনে জনবান্ধব ভূমি প্রশাসনের প্রধান লক্ষ্য হিসেবে দ্রুততম সময়ে জনগনের সেবাপ্রাপ্তি নিশ্চিত করার জন্য রবিবার সকাল সাড়ে ১০ টায় সন্ন্যাসখোলা মাঠে দেবহাটা উপজেলার পারুলিয়া ও কুলিয়া ইউনিয়নের ভূমির মালিকদের রেকর্ড সংশোধনসহ ভূমি উন্নয়ন কর আদায় করে সেই স্থানেই ভূমি মালিকদের রেকর্ড সংশোধন সহ ভূমি উন্নয়ন কর আদায় করা হয়। এসময় সকলের হাতে একটি ফাইল যাতে আছে নাজারী খতিয়ান, সরকার কর্তৃক নির্ধারিত ফি জমা দেওয়ার ডিসিআর, ভূমি উন্নয়ন কর প্রদানের দাখিলা। আর এ মাধ্যমে সেবা প্রার্থীরা প্রত্য্যন্ত অঞ্চলে বসেই সেবা প্রাপ্তির মাধ্যমে ভূমির যথাযথ ব্যবসহার নিশ্চিত করছে। এতে সরকারী স্বার্থসহ প্রকৃত জনসেবা প্রার্থীদের সেবা প্রদান নিশ্চিত হয়। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য মাঠ পর্যায়ে জনগনের সেবা নিশ্চিত করা, আর সেই লক্ষ্যকে সামনে রেখে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুনের উদ্যোগে মাঠ পর্যায়ে জনগনের সেবাপ্রাপ্তি নিশ্চিত করার উদ্দ্যেশ্যে এই সেবা দেয়া হয়। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমির দায়িত্বে থাকা দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন উক্ত স্থানে ২০টি নামজারী মামলার মধ্যে ১৯ টি নিষ্পত্তি করেন। এসময় সহকারী কমিশানার অফিসের নাজির শাহিনুর রহমান, আবুল কালম, জি.এম বাবলু সহ প্রমুখ উপস্থিত ছিলেন।