
আর.কে.বাপ্পা দেবহাটা :
দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধু আহত হয়েছে। তাকে দেবহাটার সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত গৃহবধুর নাম মোছাঃ খায়রুন্নেছা। সে কুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। এ ব্যাপারে শনিবার দেবহাটা থানায় অভিযোগ দেয়া হয়েছে।
চিকিৎসাধীন খায়রুন্নেছার স্বামী আব্দুর রাজ্জাক ও মেয়ে জেসমিন জানান, তাদের সাথে খায়রুন্নেছার ভাই সিরাজুল ও নজরুলের সাথে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। তারই সূত্র ধরে শুক্রবার জুম্মার নামাযের আগে সিরাজুল (৪০), নজরুল (৩৫) ও নজরুলের ছেলে আব্দুল কুদ্দুস (১৮) একত্রে মিলে খায়রুন্নেছাকে মারপিট করে। এসময় খায়রুনের মা এগিয়ে আসলে তারা তার মাকেও মারপিট করে। একপর্যায়ে খায়রুনকে উদ্ধার করে সখিপুর হাসপাতালে ভর্তি করা হয়। তারা আরো জানান, বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।