দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


470 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
জুলাই ২৮, ২০১৫ দেবহাটা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

আর.কে.বাপ্পা, দেবহাটা :
দেবহাটা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা  পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৫ উদযাপনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি আজিজুল হক ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা। দেবহাটা উপজেলার সাবেক মৎস্য কর্মকর্তা লিপটন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা কৃষি কর্মকর্তা জসিমউদ্দীন, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা আব্দুস সামাদ, দেবহাটা সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, দেবহাটা বিআরডিবির চেয়ারম্যান আবুল কাশেম,  দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, সাংবাদিক হারুন-অর রশিদ প্রমুখ। সভা ও র‌্যালীর পূর্বে উপজেলা পরিষদ পুকুরে অতিথিবৃন্দ মৎস্য পোনা অবমুক্ত করা হয়।