
দেবহাটা প্রতিনিধি :
দেবহাটার কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হকের ভাই হামিদুল হক শামিমসহ ৪ জন দেবহাটা থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। জুয়ার আসর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩(৪) ধারায় মামলা দায়ের করেছে।
দেবহাটা পুলিশ জানায়, সোমবার দুপুর আড়াই টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার এস আই রেজার নেতৃত্বে পুলিশ ফোর্স কুলিয়া বাজারের পাশে একটি মাছের ঘরে অবিযান চালায়। জুয়া খেলার সময় কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হকের ভাই বহেরা গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে হামিদুল হক শামিম (৪৫), বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আমিনউদ্দীনের ছেলে আরশাদ আলী (৪০), একই গ্রামের শৈলেন্দ্রনাথ সরকারের ছেলে সঞ্জয় সরকার (২৮) ও একই গ্রামের মৃত মজিবর রহমান সরদারের ছেলে জামশেদ আলী (৪৫)কে হাতেনাতে আটক করে। এসআই রেজা জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে দেবহাটা থানার এএসআই রোকনুজ্জামান বাদী হয়ে দেবহাটা থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩(৪) ধারায় মামলা একটি মামলা দায়ের করেছে। যার মামলা নং- ২৮।