দেবহাটায় জেলা পরিষদ নির্বাচনের কেন্দ্র প্রস্তুত সম্পন্ন, সাজ সাজ রব


314 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
দেবহাটায় জেলা পরিষদ নির্বাচনের কেন্দ্র প্রস্তুত   সম্পন্ন, সাজ সাজ রব
অক্টোবর ১৫, ২০২২ দেবহাটা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

আর.কে.বাপ্পা ::

দেবহাটায় আগামী ১৭ অক্টোবর, ২২ সোমবার জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন উপলক্ষ্যে দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে কেন্দ্র প্রস্তুত সম্পন্ন হয়েছে। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনা মোতাবেক শনিবার দিনব্যাপী নির্বাচন কেন্দ্র প্রস্তুত সম্পন্ন করা হয়। নির্বাচন উপলক্ষ্যে পুরুষ ও মহিলা ভোটারদের জন্য আলাদা আলাদা বুথ স্থাপন করা
হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের অফিস সূত্র মতে জানা গেছে, সোমবার সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে দেবহাটা উপজেলায় মোট ভোটার রয়েছেন ৬৮ জন। তাদের মধ্যে মহিলা ভোটার রয়েছেন ১৬ জন। বাকী ৫২ জন ভোটার রয়েছেন পুরুষ।
এই নির্বাচনে জেলা পরিষদ চেয়ারম্যান, পুরুষ সদস্য ১ জন ও মহিলা সদস্য ১ জনকে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সকল আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনিক কর্মকর্তারা সার্বক্ষনিক তদারকি করছেন। প্রার্থীসহ সকল ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে
সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে ইউএনও জানান।