
আর.কে.বাপ্পা, দেবহাটা :
বাংলাদেশ স্কাউটস সাতক্ষীরা জেলা রোভারের আয়োজনে বৃহষ্পতিবার সকাল থেকে দিনব্যাপী দেবহাটা উপজেলার কেবিএ কলেজে জেলা রোভার বার্ষিক আন্তঃ গ্রুপ ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। জেলার মোট ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮০ জন রোভার ও গার্ল ইন রোভারের অংশগ্রহনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. দিলারা বেগম। সভাপতিত্ব করেন জেলা রোভারের সহ-সভাপতি অধ্যক্ষ রিয়াজুল ইসলাম। এসময় কমিশনার এএসএম আব্দুর রশিদ, সম্পাদক এসএম আসাদুজ্জামান, ডিএসআরএল ইয়াছিন আলী, জাহিদ হোসেন, কামাল হোসেন, আব্দুল্লাহ, আবু তালেব, মনিরুজ্জামান মহসিন প্রমুখ। বিকালে উক্ত স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একই দিনে সকাল ১১ টায় কেবিএ কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অধ্যক্ষ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সহকারী অধ্যাপক আকবর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সহকারী অধ্যাপক পীযুষ কান্তি মল্লিক, সহকারী অধ্যাপক এসএম হারুন অর রশিদ, সহকারী অধ্যাপক আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক কামিদুল ইসলাম, আজহারুল ইসলাম, মনিরুজ্জামান মহসিন, আকরাম হোসেন, শিক্ষক ও সাংবাদিক আবু তালেব, মনিরুল ইসলাম, ফারুক হোসেন, ছাত্র আতিকুর রহমান, ছাত্রী সাদিয়া ইসলাম ও উর্মি দাশ বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন।