
আর.কে.বাপ্পা, দেবহাটা :
দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া কেন্দ্রে জোরপূর্বক ঢুকে ব্যালটে সিল মারার অভিযোগে প্রিজাইডিং কর্মকর্তা বাদী হয়ে দেবহাটা থানায় ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২৫/৩০ জনের নামে মামলা দায়ের করেছেন। মামলার বাদী হয়েছেন উপজেলার সখিপুর হাজী কেয়ামউদ্দীন মহিলা কলেজের সহকারী অধ্যাপক খেজুরবাড়িয়া কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নওশাদ আলী। আসামী করা হয়েছে পারুলিয়া ইউনিয়নের আ’লীগ সমর্থিত প্রার্থী সাইফুল ইসলাম, ওই ওয়ার্ডের টিউবওয়েলের প্রতিকের ইউপি সদস্য প্রার্থী নবাব আলী ও একই ওয়ার্ডের ফুটবল প্রতিকের ইউপি সদস্য প্রার্থী ইউনুস আলী। মামলার আরজিতে বলা হয়েছে, আসামীরা ২২ মার্চ ভোটের আগের দিন রাতে পাহারারত পুলিশকে জিম্মি করে জোরপূর্বক ভোট কেন্দ্রে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ঘর থেকে বের করে তাদের প্রতিকে সিল মারতে থাকে। পরে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানালে অতিরিক্ত পুলিশ গেলে আসামীরা পালিয়ে যায়। ঘটনা উল্লেখ করে প্রিজাইডিং কর্মকর্তা নওশাদ আলী দেবহাটা থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং- ১১।