
আর.কে.বাপ্পা ::
দেবহাটা উপজেলার পারুলিয়া বিশ্বাসপাড়ায় ট্রলির ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। জানা যায়, গত ২৬ নভেম্বর সকাল ৯টায় পারুলিয়া ইউনিয়নের সুবর্ণাবাদ সড়কের বিশ্বাসপাড়া নামক স্থানে চলন্ত ট্রলি বিশ্বাসপাড়া নিবাসী মৃত গয়েসউদ্দীন সরদারের পুত্র রওশন আলী সরদার (৬৮)কে চাপাদিলে গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রোগীর অবস্থার অবনতি হলে ২৭শে নভেম্বর তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসি ইউতে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, আহত রওশন আলীর বুকের পাঁজরের ৫টি হাড় ভেঙ্গে ফুসফুসে মারাত্মক ক্ষতের সৃষ্টির কারনে মৃত্যুর সাথে পাঞ্জালড়ে শনিবার (৫ডিসেম্বর ২০২০) ইং ভোররাতে তিনি মৃত্যুবরন করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী দূর্ঘটনাকবলিত ট্রলিটির চালক মাঝ পারুলিয়া গ্রামের মৃত্য সাবের আলী মোল্লার পুত্র আফসার আলী মোল্ল্যা (৫৭)কে চিহ্নিত করেছে। এলাকাবাসী তার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রত্যক্ষদর্শিরা জানান, উক্ত ঘাতক চালক পলাতক রয়েছে।
#