
আর.কে.বাপ্পা, দেবহাটা :
দেবহাটার কুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে ৩ ডাকাত আটক হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে দেবহাটা থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বৃহষ্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
জানা গেছে, দেবহাটা উপজেলার কুলিয়া স্যার আনসার আলী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার ওসি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এএসআই জাকারিয়া ও এএসআই গোলাম ছরোয়ার পুলিশ ফোর্স কালীগঞ্জ উপজেলার কাজলা কাশিবাটি গ্রামের মোহাম্মাদ আলী শেখের ছেলে মোজাফফর রহমান (৩৬), একই উপজেলার চাঁদখালী গ্রামের মোহাম্মাদ গাইনের ছেলে আনোয়ার হোসেন (৩৫) ও শ্যামনগর উপজেলার হায়বাতপুর গ্রামের মহিউদ্দীনের ছেলে হাবিবুর রহমান (৩৪) কে আটক করেন। তাদের বিরুদ্ধে এএসআই গোলাম ছরোয়ার বাদী হয়ে দেবহাটা থানায় ০৮ নং মামলা দায়ের করেছেন। আটককৃতদেরকে বৃহষ্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।