
আর.কে.বাপ্পা ::
দেবহাটায় সাতক্ষীরা ক্রীড়া অফিসের আয়োজনে দেবহাটার সখিপুর কেবিএ সরকারী কলেজ ফুটবল মাঠে শনিবার ২০ ফেব্রুয়ারী সকাল ১০ টায় ডেভেলপমেন্ট কাপ ফুটবলে অনুর্দ্ধ ১৫ বাছাই অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২০-২০২১ অর্থবছরের আওতায় ডেভেলপমেন্ট কাপ ফুটবল বাছাই অনুর্দ্ধ ১৫ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রাক্তন ক্রীড়া অফিসার শেখ আবু সালেক। সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক দেবহাটার বিশিষ্ট রেফারী জিন্নাত আলী। এই বাছাই অনুষ্ঠানে প্রধান নির্বাচক হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাষ্টার আফছার আলী। কোচ হিসেবে ছিলেন রেফারী হাসান রেজা মুকুল, এএফসি রেফারী ফারুক হোসেন, রিংকু হোসেন ও সুজন হোসেন প্রমুখ। উক্ত বাছাই অনুষ্ঠানে জেলার মধ্যে ৪০ জন খেলোয়াড় উপস্থিত হলেও তাদের মধ্যে থেকে ১১ জন খেলোয়াড়কে বাছাইয়ে চুড়ান্ত করা হয়।