
আর.কে.বাপ্পা, দেবহাটা :
দেবহাটায় উত্তরন ফুডব্যাংকের অপরাজেয় প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র কৃষকদের মাঝে ধানবীজ বিতরন করা হয়েছে। উত্তরন দেবহাটা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনায় সখিপুর মোড়ে বুধবার সকাল ১১ টায় উত্তরনের কর্মকর্তাদের উপস্থিতিতে দরিদ্র ও অসহায় কৃষকদের মাঝে প্রতিজনকে ২ বস্তা করে ধানবীজ দেয়া হয়।
উত্তরন কর্মকর্তারা জানান, উপজেলার সকল এলাকার অসহায় ও দরিদ্র কৃষকদেরকে ২ বস্তা করে মোট ১ হাজার ৩৬ বস্তা ধান বিতরন করা হবে। উক্ত ধান নেয়ার সাড়ে ৩ মাস পরে কৃষকদেরকে ১শত ৪০ কেজি করে ধান উত্তরন অফিসে ফেরত দিতে হবে বলে কর্মকর্তারা জানান। তারা জানান, এই বীজ থেকে কৃষকরা ধান উৎপাদন করে নিজেরা স্বাবলম্বী হবে এবং তাদের সংসারের আর্থিক অনটন দূর হবে।
ধান বিতরন অনুষ্ঠানে প্রকল্পের সমন্বয়কারী মনিরুজ্জামান জমাদ্দার, উত্তরনের ব্রাঞ্চ ম্যানেজার শাহাবুদ্দীন মোড়ল, সাংবাদিক ও শিক্ষক আবু তালেব, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, আব্দুল কুদ্দুস, রাহাত আলী সহ উত্তরন কর্মকর্তা ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।