
আর.কে.বাপ্পা দেবহাটা :
দেবহাটা উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ মাহমুদ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে বৃহষ্পতিবার দুপুর ১ টায় তার অফিস কক্ষে উপজেলার ৫ টি ইউনিয়নের অসহায় ও দুস্থ মুক্তিযোদ্ধাদেরকে শাড়ি ও লুঙ্গী বিতরন করেছেন। উপজেলার ৫ ইউনিয়নের বাছাইকৃত মোট ১৫ জনকে ঈদ বন্ত্র বিতরন অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ মাহমুদের সাথে সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম, সাব এসিসটেন্ট ইঞ্জিনিয়ার মাসুদ আকুঞ্জী, সাব এসিসটেন্ট ইঞ্জিনিয়ার সেলিম রেজা, দেবহাটা সদর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস আলী, শাহাদাৎ হোসেন, নুর ইসলাম, একাউনটেন্ট অফিসার, আব্দুল মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা প্রকৌশলী এসময় অসহায় দুস্থ মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান।