দেবহাটায় দূর্নীতি প্রতিরোধে সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময়


421 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
দেবহাটায় দূর্নীতি প্রতিরোধে সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময়
মার্চ ৩০, ২০১৬ দেবহাটা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

আর.কে.বাপ্পা, দেবহাটা ঃ
দেবহাটা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে  দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৬ উদযাপন উপলক্ষ্যে বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে সরকারী কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময়ে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী তহমিনা খাতুন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক প্রভাষক চন্দ্রকান্ত মল্লিক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ মাহমুদ, এসআই হারাধন কুন্ডু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশ্রাফুল হক, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা জি.এম আব্দুল কুদ্দুস, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আফছার আলী, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা প্রমুখ। সভায় বক্তারা নিজেদের আত্মপোলুব্ধির মাধ্যম দূর্নীতি প্রতিরোধ করে সকল পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিতকরনের পাশাপাশি একটি দূর্নীতিমুক্ত দেশ গঠনের আহবান জানান।