
আর.কে.বাপ্পা, দেবহাটা :]
দেবহাটায় আর্ন্তজাতিক নারী দিবসে “অধিকার মর্যাদায়, নারী পুরুষ সমাসে সমান” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের সহযোগীতায়, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং আশার আলো সহ বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার সহযোগীতায় বর্ন্যাঢ্য র্যালী, আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুরুতে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পরে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে এখানে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ মাহমুদ, অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, অধ্যক্ষ রাজাউল্লাহ, অধ্যক্ষ আনিসুজ্জামান কালাম, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা আরডিও ইসলাঈল হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, আশার আলোর পরিচালক জাতীয় যুব পুরষ্কারপ্রাপ্ত আবু আব্দুল্লাহ আল আজাদ, গনমুখীর মাসুদুল হক, ভূমিজের আব্দুল্লাহ হাদী, উত্তরনের সিরাজুল ইসলাম ও নারী উন্নয়ন কর্মী নার্গিস পারভিন। সভায় উপজেলার ৩ জন বীরাঙ্গনা যথাক্রমে কোঁড়া গ্রামের আছিয়া খাতুন, চাঁদপুর গ্রামের আশুরা খাতুন ও কুলিয়া গ্রামের মোছাঃ সোনাকে সংবর্ধনা ও সম্মানীত করা হয়। শেষে বিকালে বিভিন্ন শিল্পীদের অংশগ্রহনে সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।