
আর.কে.বাপ্পা, দেবহাটা ::
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা নিরাপদ সড়ক চাই কমিটির আয়োজনে রোড ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ অক্টোবর, ২২ ইং সকাল ১০ টার সময় দেবহাটা-কালীগঞ্জ সড়কে দেবহাটা কলেজের সামনে নিরাপদ সড়ক চাই দেবহাটা উপজেলা শাখার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবসে সড়ক দুর্ঘটনা রোধে নিসচা’র মাসব্যাপী কর্মসূচি’র অংশ হিসেবে এই রোড ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। পরে দেবহাটা উপজেলা চত্ত্বরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন জাহান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, সোনালী ব্যাংক দেবহাটা শাখার ব্যবস্থাপক শেখ আলামিন হোসেন প্রমুখ। সভায় বক্তারা নিরাপদ সড়ক আইন মেনে সড়কে চলে নিজের জীবনের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।