
আর.কে.বাপ্পা, দেবহাটা :
দেবহাটা থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৩ আসামী আটক হয়েছে। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, দেবহাটা থানার এএসআই মোঃ রোকনুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে বৃহষ্পতিবার রাতে ওয়ারেন্টভুক্ত দেবহাটা উপজেলার কোঁড়া গ্রামের মৃত মাদার চন্দ্রের ছেলে অর্জুন কুমার (৫৬) এবং মাঘরী গ্রামের বিঞ্চুপদ ঘোষের ছেলে অসিম কুমার (৪২) কে আটক করেন। এছাড়া এএসআই রোকনুজ্জামান অপর এক অভিযানে উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের আক্কাস আলীর ছেলে ৫ বছরের সাজাপ্রাপ্ত সিরাজুল ইসলাম (৪৬) কে আটক করেন। আটককৃত ৩ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।