
আর.কে.বাপ্পা, দেবহাটা : দেবহাটা থানা পুলিশের অভিযানে বিদেশী মদসহ ১ আসামীকে আটক করা হয়েছে।
আটককৃত আসামীর নাম মিয়ারাজ হোসেন মিরু (৩৫)। সে যশোরের শার্শা উপজেলার বুরুজবাগান এলাকার শেখ জোহর আলীর ছেলে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছে।
পুলিশ সূত্র জানায়, দেবহাটা থানার এসআই মাসুদ হোসেন ও এএসআই রোকনুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধোপাডাঙ্গা এলাকা থেকে শনিবার রাতে ৫ বোতল বিদেশী মদসহ মিরুকে আটক করেন। এসময় অপর আসামীরা পালিয়ে যায়।
এ বিষয়ে এএসআই রোকনুজ্জামান বাদী হয়ে দেবহাটা থানায় মিরু সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামী করে দেবহাটা থানায় মামলা দায়ের করেছেন।