
আর.কে.বাপ্পা, দেবহাটা ঃ
দেবহাটায় পুলিশের অভিযানে পৃথক পৃথক মামলার ৬ আসামী আটক হয়েছে। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, দেবহাটা থানার এএসআই মাজরেহা হোসেন ওয়ারেন্টের ৩ আসামী যথাক্রমে উপজেলার বহেরা গুরুগ্রাম এলাকার মৃত ইরান আলী সাহাজীর ছেলে আফতাব (৫০), আফতাবের ২ ছেলে রুহুল আমিন (২৬) ও আল আমিন (২২) কে আটক করেন। অপর অভিযানে এএসআই তৌহিদ ভোররাতে মাদক সেবনের অভিযানে উপজেলার নওয়াপাড়া গ্রামের জোহর আলী মিস্ত্রির ছেলে ফারুক হোসেন (৩০) ও চন্ডিপুর গ্রামের আমির আলীর ছেলে পলাশ গাজী (৩০) কে আটক করেন। তাদের বিরুদ্ধে এএসআই তৌহিদ বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছেন। এছাড়া অপর এক অভিযানে এএসআই রোকনুজ্জামান দেবহাটা থানায় ০১/০৩/২০১৬ তারিখে ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্ট ১৫(৩)২৫ ঘ ধারায় দায়েরকৃত ০২ নং মামলার আসামী উপজেলার নোড়ারচক এলাকার মৃত নুর আলী পাড়ের ছেলে আব্দুল করিম পাড় (৬০) কে গ্রেফতার করেন। সকল আসামীদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।