
আর.কে.বাপ্পা, দেবহাটা ঃ
দেবহাটায় পুলিশের অভিযানে ৬৫ বোতল ফেন্সিডিলসহ একটি মোটর সাইকেল আটক হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছে। জানা গেছে, দেবহাটা থানার এএসআই মাজরিহা হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কুলিয়ার পাশ্ববর্তী শ্রীরামপুর ব্রীজের আব্দুল গফুরের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ভোররাত ৪ টার দিকে একটি ওয়ালটন মোটর সাইকেল যার রেজিষ্ট্রেশন নং- খুলনা মেট্রো হ ১২-২১২৯ করে দুই যাত্রী যাওয়ার সময় পুলিশের সন্দেহ হলে তাদের থামার নির্দেশ দিলে তারা মোটর সাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরে মোটর সাইকেলের তেলের ট্যাঙ্কির ভিতর থেকে ভারতীয় ৬৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে এসময় মোটর সাইকেল চালক ও তার এক সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে এএসআই মাজরিহা হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ২ জনকে আসামী করে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ০৬।