
আর.কে.বাপ্পা, দেবহাটা ঃ
দেবহাটা থানা পুলিশের অভিযানে বিদেশী মদ ও ফেন্সিডিলসহ ৪ জন আটক হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছে। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার এসআই জাকারিয়া শেখ ও এএসআই মাজরিহা হোসেন সঙ্গীয় পুলিশ সদস্য জিয়াউর, নজরুল ইসলাম ও নিতীশকে নিয়ে সোমবার রাত ১১ টার দিকে দেবহাটার কুলিয়া গাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ বোতল বিদেশী মদ (অফিসার্স চয়েজ) ও ১ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ সাতক্ষীরা সদর উপজেলার বাটকেখালী গ্রামের শ্রীবাস দাসের ছেলে অরবিন্দু দাস (৩৫), একই গ্রামের বিনয় কৃঞ্চ দাসের ছেলে প্রবাস দাস (৩৪), একই গ্রামের মৃত গনপতী দাসের ছেলে গুরুপদ দাস (৩২) ও সাতক্ষীরা সদর উপজেলার কুখরালী গ্রামের সুরাজ দাসের ছেলে তাপস দাস (৪০) কে গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে এএসআই মাজরিহা হোসেন বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-১৪, তাং- ২৬-০৪-১৬ ইং। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।