
আর.কে.বাপ্পা, দেবহাটা ঃ
দেবহাটায় পুলিশের অভিযানে ৩ ইয়াবা সেবনকারীসহ ৫জন আটক হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে পৃথক পৃথক মামলা দেয়া হয়েছে। পুলিশ সূত্র জানায়, বৃহষ্পতিবার ভোররাত ৫টার দিকে দেবহাটা থানার এএসআই মাজরিহা হোসাইন গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়া ব্রীজ এলাকা থেকে ইয়াবা সেবনকালে কুলিয়া বালিয়াডাঙ্গা গ্রামের বজলুর রহমানের ছেলে রাসেল (২১), বহেরা উত্তরপাড়া গ্রামের মুনসুর গাজীর ছেলে আতিকুর রহমান (২২) ও বহেরা উত্তরপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে শাহজাহান (২২) কে গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে এএসআই মাজরিহা হোসাইন বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-০২, তাং- ০২-০৬-১৬ ইং। এছাড়া এএসআই মাজরিহা হোসাইন পৃথক এক অভিযানে কুলিয়া পাটনীপাড়া এলাকা থেকে আশাশুনি উপজেলার কচুয়া গ্রামের খোকন ঘোষের ছেলে সুমন ঘোষ (২৩) ও একই উপজেলার গুনাগরকাটি গ্রামের আব্দুল মান্নানের ছেলে শাওন হাসান (২১) কে ফেন্সিডিল সেবনের অপরাধে গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে এএসআই মাজরিহা হোসাইন বাদী হয়ে ০১ নং মামলা দায়ের করেন। আটককৃত সকল আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।