
আর.কে.বাপ্পা, দেবহাটা :
দেবহাটায় পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ২ জুয়াড়ী আটক হয়েছে। আটককৃত ২ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করেছে। আটককৃত ২জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে দেবহাটা থানার এসআই নাজমুল হুদা ও এএসআই মাজরিহা হোসাইনের নেতৃত্বে একটি পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার খাসখামার বিলের পাটক্ষেতের মধ্যে থেকে জুয়া খেলার সময় খাসখামার গ্রামের সবুর আলী সাহাজীর ছেলে আব্দুর রহিম সাহাজী (৫০) ও একই গ্রামের হাবিবুল্লাহ গাজীর ছেলে আব্দুল জলিল গাজী (৩৮) কে আটক করেন। এসময় জুয়া খেলারত অপর ৪ আসামী পালিয়ে যায়। আটককৃতদের নিকট থেকে নগদ ৪শত ৫৫ টাকা ও তাস সহ বিভিন্ন জুয়া খেলার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। আটককৃত ২ জন ও পালিয়ে যাওয়া ৪ জনের বিরুদ্ধে দেবহাটা থানার এএসআই মাজরিহা হোসাইন বাদী হয়ে ১৮৬৮ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ১৭