দেবহাটায় পুলিশের অভিযানে মদ ব্যবসায়ী ও নাশকতার আসামী সহ আটক ৫ জন


388 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
দেবহাটায় পুলিশের অভিযানে মদ ব্যবসায়ী ও নাশকতার আসামী সহ আটক ৫ জন
নভেম্বর ১৭, ২০১৫ দেবহাটা
Print Friendly, PDF & Email

আর.কে.বাপ্পা, দেবহাটা :
দেবহাটায় পুলিশের অভিযানে মদ ব্যবসায়ী ও নাশকতার আসামী সহ ৫ জন আটক হয়েছে।
তাদের বিরুদ্ধে দেবহাটা থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

থানা সূত্র জানায়, মঙ্গলবার রাতে দেবহাটা উপজেলা সখিপুর ফুটবল মাঠ এলাকা থেকে ২ বোতল বিদেশী সহ সখিপুর গ্রামের শামছুর রহমানের ছেলে আনিছুর রহমান (৩২) কে থানার পিএসআই আহসান হাবীব ও এএসআই রোকনুজ্জামান গ্রেফতার করেন।
তার বিরুদ্ধে এএসআই রোকনুজ্জামান বাদী হয়ে দেবহাটা থানায় ১৪ নং মামলা দায়ের করেন।
একই দিনে দেবহাটা থানার এসআই আলী রেজা কুলিয়া এলাকা থেকে নাশকতার অভিযোগে কুলিয়া গ্রামের মৃত নুর ইসলাম গাজীর ছেলে সাইফুল্লাহ (৪০) কে গ্রেফতার করেন।
তার বিরুদ্ধে এএসআই গোলাম সরোয়ার বাদী হয়ে দেবহাটা থানায় ১৩ নং মামলা দায়ের করেন।

এছাড়া দেবহাটা থানায় চালতেতলা গ্রামের সাহেব আলীর মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে ১২ নং মামলা দায়ের করলে মামলার আসামী আশাশুনি উপজেলার গাজীপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে মাহবুব মোস্তফা (২৮), খলিলুর রহমান (৫৫) ও তার স্ত্রী আয়েশা খাতুন (৪২) কে পুলিশ গ্রেফতার করে।