
আর.কে.বাপ্পা, দেবহাটা :দেবহাটায় পুলিশের অভিযানে নাশকতার মামলার আসামী এক জামায়াত কর্মী আটক হয়েছে।
বৃহষ্পতিবার দুপুর ১২ টার দিকে দেবহাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর বাজারের সরদার হার্ডওয়ার নামক একটি দোকান থেকে তাকে আটক করেন।
আটক জামায়াত কর্মী হলো দেবহাটা উপজেলার নারিকেলী গ্রামের মৃত মাহতাব উদ্দীনের ছেলে শরিফুল ইসলাম (৪৮)।
দেবহাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদেরকে জানান, আটক শরিফুল ইসলাম আফগান জিয়ার ভগ্নিপতী। তার বিরুদ্ধেও নাশকতার অভিযোগ রয়েছে।