
আর.কে.বাপ্পা, দেবহাটা ::
দেবহাটা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩জন আসামী গ্রেফতার হয়েছে।পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের দিক নির্দেশনায় এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ৩১/১০/২২ তারিখ, এসআই গোলাম আজমসহ সংগীয় ফোর্স দেবহাটা থানার শুশিলগাতি এলাকা থেকে নন জিআর-১০/২২ এর আসামী ১। আবুল মাজেদ (৭০), পিতা- মৃত খোদাবক্স মিস্ত্রি, ২। একতার হোসেন (৪৫), পিতা- আব্দুল মাজেদ, ৩। বাবুল হোসেন (৩৮), পিতা- আবুল মাজেদ, সর্ব সাং- সুশিলগাতি, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাদেরকে গ্রেফতার করেন। আসামীদেরকে ইং ৩১/১০/২০২২ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।