
আর.কে.বাপ্পা, দেবহাটা :
দেবহাটায় পুলিশের পৃথক অভিযানে ২০ বোতল ফেন্সিডিল, ১টি মোটর সাইকেল সহ ১ জন গ্রেফতার হয়েছে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে থানার এসআই শেখ জাকারিয়া গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়া পশ্চিমপাড়া একখালি ব্রীজ এলাকা থেকে সাতক্ষীরা সদর উপজেলার বৌচানা গ্রামের সেকেন্দার মোল্লার ছেলে সোবহান মোল্লা (৫২) কে ৫ বোতল ফেন্সিডিল সহ আটক করেন। তার বিরুদ্ধে এএসআই গোলাম সরোয়ার বাদী হয়ে দেবহাটা থানায় ০৭ নং মামলা দায়ের করেন। এছাড়া শনিবার সকাল ১০ টার দিকে দেবহাটা থানার এএসআই রোকনুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে পারুলিয়া সুবর্নাবাদ সড়ক থেকে সাতক্ষীরা অ-১১-০১৪২ নম্বরের একটি ডায়াং ৫০ সিসি মোটর সাইকেল আটক করেন। মোটর সাইকেলের সাইড কভারের মধ্যে থেকে ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে এসময় চালক উত্তর পারুলিয়া গ্রামের মৃত মোহর আলী গাজীর ছেলে রবিউল ইসলাম বদ্দেল (৩৮) পালিয়ে যায়। এ ব্যাপারে এএসআই রোকনুজ্জামান বাদী হয়ে দেবহাটা থানায় ০৯ নং মামলা দায়ের করেছেন।