
আর.কে.বাপ্পা, দেবহাটা :
দেবহাটায় পুলিশের অভিযানে আবারো ২৪ বোতল ফেন্সিডিলসহ ১ জন আটক হয়েছে। আটককৃতের নাম মহিউদ্দীন হোসেন (৩৬)। সে দেবহাটা উপজেলার উত্তর সখিপুর গ্রামের মৃত অজিয়ার রহমানের ছেলে। দেবহাটা থানার এএসআই রোকনুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০ টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ধোপাডাঙ্গা মেহের আলীর বাড়ির সামনে রাস্তার উপর থেকে মহিউদ্দীনকে ২৪ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে এএসআই রোকনুজ্জামান বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-১০।