
আর.কে.বাপ্পা, দেবহাটা :
দেবহাটা থানা পুলিশের অভিযানে শুক্রবার সকাল ১০টায় হারুদাস ঋষি নামে এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার হয়েছে। সে উপজেলার গড়িয়াডাঙ্গা গ্রামের জিতেন্দ্রনাথ দাশের ছেলে।
দেবহাটা থানা সূত্রে জানা যায়, এএসআই মাইনুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার সকাল ১০ টায় আদালত কর্তৃক ২ বছরের সাজা প্রাপ্ত আসামী হারুদাস ঋষিকে গ্রেফতার করে। সে ১৯৯৮ সালের জি.আর-১৩১/৯৮নং মামলার সাজা প্রাপ্ত আসামী। দীর্ঘদিন পলাতক ছিল বলে পুলিশ জানায়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।