
আর.কে.বাপ্পা, দেবহাটা প্রতিনিধি:
দেবহাটা থানা পুলিশের অভিযানে ৫১ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে দেবহাটা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার রাতে তাদেরকে আটক করা হয়।
আটককৃত আসামীরা হলো দেবহাটা উপজেলার দক্ষিন কুলিয়া গ্রামের মৃত দীন আলী গাজীর ছেলে মাজেদ গাজী ওরফে চোর মাজেদ (৫০) ও মাজেদ গাজীর ছেলে জাহিদ হোসেন (২২)।
পুলিশ জানায়, বৃহষ্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার এএসআই রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিন কুলিয়াস্থ মাজেদ গাজীর বাড়িতে অভিযান চালান। তখন ফেন্সিডিল বিক্রি করার সময় এএসআই রোকনুজ্জামান তাদেরকে গ্রেফতার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ জন আসামী পালিয়ে যায় বলে পুলিশ জানায়।
এ ব্যাপারে এএসআই রোকনুজ্জামান বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেছেন।