দেবহাটায় ফেন্সিডিল ও গাজাসহ ৪ জন আটক


472 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
দেবহাটায় ফেন্সিডিল ও গাজাসহ ৪ জন আটক
মার্চ ৯, ২০১৮ দেবহাটা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

আর.কে.বাপ্পা, দেবহাটা ॥
দেবহাটায় ফেন্সিডিলসহ ২ জন ও গাজাসহ ২ আসামী আটক হয়েছে। ফেন্সিডিল আটকের বিষয়ে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে আর গাজা সহ আটককৃতদেরকে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করা হয়েছে। পুলিশ জানায়, বৃহষ্পতিবার রাতে দেবহাটা থানার এসআই নিত্য কুমার মন্ডল গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার নাংলা এলাকা থেকে নাংলা গ্রামের মৃত হায়দান আলী গাজীর ছেলে সাইফুল ইসলাম (৪২) ও একই গ্রামের আইয়ুব গাজীর ছেলে বাপ্পী গাজী (২৮) কে ৪০ বোতল ফেন্সিডিল সহ আটক করেন। এ ব্যাপারে এসআই নিত্য কুমার মন্ডল বাদী হয়ে আটককৃত ২ জন ছাড়াও ৭ জন মোট ৯ জনকে আসামী করে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ০৬, তাং- ০৯-০৩-১৮। এছাড়া দেবহাটা থানার এসআই আব্দুল কাদের ও এএসআই আমজাদ হোসেন সখিপুর মহিলা কলেজের সামনে থেকে কালীগঞ্জ উপজেলার রতনপুর পীরগঞ্জ গ্রামের মৃত রশিদ গাজীর ছেলে খলিলুর রহমান (৪২) ও শ্যামনগর উপজেলার নকিপুর গৌরিপুর এলাকার আহারুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (৫১) কে ১শত গাজা সহ আটক করেন। তাদেরকে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ ভ্রাম্যমান আদালতে প্রত্যেককে ৯ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।