দেবহাটায় বঙ্গবন্ধুর জন্মদিনে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা


446 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
দেবহাটায় বঙ্গবন্ধুর জন্মদিনে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা
মার্চ ১৭, ২০১৬ দেবহাটা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

আর.কে.বাপ্পা, দেবহাটা :
দেবহাটায় বঙ্গবন্ধুর জন্মদিনে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহষ্পতিবার সকাল ১১ টায় আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ মাহমুদ, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাঈল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, অধ্যক্ষ আনিসুজ্জামান কালাম, প্রধান শিক্ষক মদন মোহন পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশ্রাফুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হারুন-অর রশিদ, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা অসিত বরন রায়, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, প্রধান শিক্ষক অনুপ কুমার দাশ প্রমুখ। সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় কেবিএ কলেজের ছাত্র নাসিম হাসান, তানভীর আহমেদ ও আবু সাঈদ পুরষ্কৃত হয়। কেবিএ কলেজে অনুষ্ঠিত আলোচনায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ রিয়াজুল ইসলাম। শিক্ষক ও সাংবাদিক আবু তালেবের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সহকারী অধ্যাপক আকবর আলী, আজহারুল হক, নৃপেন্দ্রনাথ প্রমুখ বক্তব্য রাখেন।