
আর.কে.বাপ্পা, দেবহাটা :
দেবহাটা উপজেলার কুলিয়া বাহার বারী মাহমুদা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে পোষাক বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের আয়োজনে কুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক ও ফাউন্ডেশনের সহ-সভাপতি তৈয়বুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ ও স্কুলটির দাতা সদস্য মোঃ মহিউদ্দিন। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক লায়লা বিলকিসের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল ইসলাম, আবু মালেক প্রমুখ। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনির উপরে রচনা প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে ক্রেষ্ট বিতরণ, অতিথিদের সম্মাননা ক্রেষ্ট এবং অর্ধশতাধীক গরীব ছাত্র-চাত্রীদের মাঝে পোষাক বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবসে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।