
আর.কে.বাপ্পা, দেবহাটা ::
দেবহাটা উপজেলার মাঘরী গ্রামের মৃত মিনাজউদ্দীনের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার ইন্তেকাল করেছেন। ররিবার দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি তার মাঘরী গ্রামস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত ও শ্বাসকষ্ঠজনিত রোগে ভুগছিলেন। নিজ বাড়িতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও আত্মীয়স্বজন সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ আছর মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এসময় দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ, দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন, এসআই নিত্য কুমার মন্ডল, সমাজসেবক আবু তৈয়ব খাঁন, সখিপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি হারুন-অর রশিদ সহ মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন। নামাযে জানাযা পড়ান নলতা আহছানিয়া জামে মসজিদের খতিব হাফেজ সামছুল হুদা।