
আর.কে.বাপ্পা দেবহাটা :
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন এক মহিলা মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্র জানায়, সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক জি এম নাসিরুজ্জামান সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে দেবহাটা উপজেলার কুলিয়া বালিয়াডাঙ্গা গ্রামের নাজমুল ইসলাম কালুর স্ত্রী নাজমিন নাহার (২২) কে ২ শত গ্রাম গাজা সহ আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উক্ত মহিলাকে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।