
আর.কে.বাপ্পা, দেবহাটা :
দেবহাটা উপজেলা পরিষদের আয়োজনে রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সাধারন ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি।
সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) আফরোজা পারভিন, কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক, দেবহাটা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ও সাংবাদিকবৃন্দসহ কমিটির সকল সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। সভায় উপজেলার বিভিন্ন উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।