
আর.কে.বাপ্পা দেবহাটা :
দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও উপজেলার সকল স্তরের মানুষের পক্ষ থেকে বিশ্ববরেন্য ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে শনিবার দুপুর ২ টার সময় হাদীপুর শহীদ মিনার চত্বরে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিস্ময়কর বালক সাতক্ষীরার তেঁতুলিয়া গ্রামের মুস্তাফিজুর রহমান ভারত বধের অন্যতম নায়ক। অতি সাধারন একটি পরিবারের সন্তান মুস্তাফিজুর রহমান ইতিমধ্যে বিশ্ব ক্রিকেট দুনিয়ায় রেকর্ড সৃষ্টিকারী এবং সে আমাদের অহংকার। দীর্ঘ চারমাস পরে সে তার নিজ জেলায় শনিবার দুপুর ১ টায় আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক নাজমুল আহসান সাতক্ষীরা সার্কিট হাউজে তাকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি মুখ করান। পরে দেবহাটার হাদীপুরে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারন সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, ১নং ওয়ার্ড সভাপতি ইমান আলী, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মামুন, ৪নং ওয়ার্ড সাধারন সম্পাদক বিশ্বনাথ ঘোষ, ৫নং ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নান, সাধারন সম্পাদক শফিউল্লাহ ময়না, তরুনলীগের যুগ্ম আহবায়ক আমিনুর রহমান বাবু, সমাজসেবক তৈমুর সরদার, আতাউর রহমান, সাংবাদিক মিজানুর রহমান প উপস্থিত ছিলেন। পরে মুস্তাফিজুর কালীগঞ্জে চলে যান।