
আর.কে.বাপ্পা, দেবহাটা :
দেবহাটায় মোটর সাইকেলের ধাক্কায় তৃতীয় শ্রেনীর স্কুল ছাত্রী নিহত হয়েছে। নিহত স্কুল ছাত্রীর নাম মিতা রানী (৮)। সে দেবহাটা উপজেলার মাঘরী ঘোষপাড়া গ্রামের অশোক ঘোষের মেয়ে। মিতা ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী ছিল। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বৃহষ্পতিবার সকাল ৯টার দিকে মিতা বাড়ি থেকে স্কুলে আসার পথে ঈদগাহ বাজারে পৌছালে রাস্তা পার হওয়ার সময় দেবহাটা উপজেলা সদরের পাশে মৃত কালু ঘোষের ছেলে গোবিন্দ ঘোষ মোটর সাইকেল চালিয়ে দেবহাটা যাওয়ার পথে মিতাকে চাপা দেয়।
পথচারী ও মিতার আত্মীয় স্বজন দ্রুত তাকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে মিতা মৃত্যুবরন করে। মিতার আকষ্মিক মৃত্যুতে তার পিতা মাতা ও আত্মীয় স্বজনেরা হতবিহম্বল হয়ে পড়ে এবং এক হ্নদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। অনেক মানুষ শিশু মিতার মৃত্যুতে অশ্রুসিক্ত হয়ে পড়ে। দেবহাটা থানার ওসির দায়িত্বে থাকা এসআই মাসুদুজ্জামান মিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।