
আর.কে.বাপ্পা, দেবহাটা
দেবহাটায় মোটর সাইকেল ও ইঞ্জিন ভ্যানের সংঘর্ষে ১জন নিহত হয়েছে। নিহতের নাম শফিকুল ইসলাম হাবলু (৪৭)। তিনি দেবহাটা উপজেলার দক্ষিন কুলিয়া গ্রামের মৃত আব্দার রহমান সরদার।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, শনিবার সকালে তিনি ব্যবসায়ীক প্রয়োজনে নিজস্ব মোটর সাইকেলযোগে নলতা বাজারে যান। সেখানে কাজ মিটিয়ে দুপুর ১ টার দিকে বাড়ি আসার পথে হাদীপুর নামক স্থান পৌছালে ভিতরের রাস্তা দিয়ে একটি ইঞ্জিনভ্যান প্রধান সড়কে উঠতে গেলে তার মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ইঞ্জিনভ্যানের বডি হাবলুর মেটে ঢুকে গেলে তাকে দ্রুত নলতা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। নিহত হাবলু স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্যা আত্মীয়স্বজন রেখে গেছেন। শনিবার বাদ ঈশা নামাযে জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।